আউটসোর্সিং কর্মচারীদের মৃত্যুর সাথে পাঞ্জা চলছে।

স্টাফ রিপোর্টার।
ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাজপথে আউটসোসিং কর্মচারীরা। বিগত সরকারের সময় থেকে শুরু করে দাবি করে আছেন তারা। তাদের দাবি যুক্তিক বলে বারবার আশ্বস্ত করা হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।

সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঠিকাদার প্রথা বাতিল চেয়ে দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা। সরকার পক্ষ থেকে কোন সুরাহা না পেয়ে আমরণ অনশনের ডাক দিয়ে টানা চার দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে অনশনে বসেছেন তারা।

ডিপিডিসির শ্রমিক, মাহামুদুল হাসান জানান, গত শনিবার থেকে এ পর্যন্ত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে চারজনের অবস্থা খুব আশঙ্কা জনক। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলমান থাকবে।

ডিপিডিসির শ্রমিক, আকরাম জানান, অনেকের বেতন আটকে রাখা হয়েছে। বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি পূর্নবহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আমরণ অনশন ডাক দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ। দীর্ঘদিন পর্যন্ত আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল চেয়ে দাবি করে যাচ্ছেন।

১৭ আগস্ট, ১৯ অক্টোবর, ২০২৪ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫ তিনটি আন্দোলন বাস্তবায়িত করেন ঢাকার রাজপথে। প্রথম দুটি আন্দোলনে তাদেরকে সরকার পক্ষ থেকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়। সরকার তাদের দাবি মেনে নেওয়ার কথা বলে আশ্বস্ত করে, “বাস্তবায়ন করা হয়নি।২২ ফেব্রুয়ারী শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে পুলিশের টিয়ারসেল ও লাঠিচার্জে আহত হয়েছে অনেকে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সকল আউটসোর্সিং কর্মচারীদের কে সাথে নিয়ে আমরণ অনশনে বসেছেন। যতক্ষণ পর্যন্ত টিকাদার প্রথা বিলুপ্তকরণের দাবি সহ সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন অব্যাহত থাকবে।