আন্দোলনের নতুন রূপে শাহবাগী লাখি আক্তারকে নিয়ে

অনলাইন ডেস্ক
সাবেক সরকার শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর থেকে চলছে আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ মিছিল সমাবেশ প্রতিবাদ। নতুন রূপে শাহবাগী লাখি আক্তারকে নিয়ে চলছে আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিচারের দাবিতে বিক্ষোভ।

শাহবাগ বিরোধী ঐক্যের পক্ষ থেকে শাহবাগীকে(গরুর নাম) সকাল আটটায় গোসল করানো হবে। এরপর শাহবাগীকে জবাই সাড়ে আটটার দিকে। শাহবাগীর চামড়া ছোলা হবে এরপর।
স্লোগান দিবে, “শাহবাগী (গরুকে) তুই গোসল কর একটা শাহবাগী(গরু) জবাই কর। শাহবাগীর( গরু) চামড়া তুলে নিব আমরা। বিকাল তিনটা থেকে সচিব, বিএনপি ও জামায়াত সমর্থক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আহ্বানে, সিন্থিয়া সিন্থু আহ্বায়ক শাহবাগ বিরোধী ঐক্য। মিডিয়া সমন্বয়ক, এইচ আই হোসাইন