মার্চ ১৯, ২০২৫

আন্দোলনের সময় অস্ত্র সহ ভাইরাল হওয়া সেই মহিন গ্রেফতার।

0
অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব।

অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব। ছবি/সংগ্রহীত

 মহানগর ডেস্কঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, তিন মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেশাদার অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আড়াইটা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় হতে গ্রেফতার করা হয় তাকে।

 

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুর আনুমানিক ১২ টায় অসংখ্য ছাত্র-জনতার, “বৈষম্যবিরোধী” শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল নিয়ে পান্থপথ সিগন্যাল গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছন। এসময় গ্রেফতারকৃত মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ২০২৪ ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা করেন।

 

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটা তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় হতে মাহিনকে গ্রেফতার করে। কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে  পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাহিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *