আবারো যুদ্ধ শুরু করার হুমকি দিলেন নেতানিয়াহু

রিপোর্টার : রুহুল আমিন শিশির
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির বিষয় নিয়ে চলছে সংশয় আর এর মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

এদিকে রোববার (২৩ ফেব্রুয়ারি) সরকারী এক অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যেকোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না-আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব। এছাড়াও যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা বা অন্য উপায়ে সম্পূর্ন বিজয়ের প্রতিশæতিও দেন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না এবং তাদের যুদ্ধবাহিনীকে ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে যুদ্ধ বিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসের কাছে থাকা ইসরাইলি মুক্তি দিলেও ইসরাইলি সেই চুক্তি অনুযায়ী ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করে দেয়নি। বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস। তাদের মুক্ত না করা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।