জুলাই ১৩, ২০২৫

ইংল্যান্ড সফর স্মরণীয় করতে গম্ভীর শিষ্যদের পরামর্শ দিলেন

0
বিরাট কোহলি ও রোহিত শর্মা

সংগ্রহীত। ছবি বিরাট কোহলি ও রোহিত শর্মা

খেলার – ইনফোটুডে-২৪।    রবিচন্দ্রন অশ্বিন বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানি য়েছে। বিরাট কোহলি  ও রোহিত শর্মা বিদায় দিয়েছে টেস্ট ক্রিকেটকে। সামনে-ই ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সফর।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।

২০-জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। লন্ডনে যার সমাপ্তি হওয়ার কথা রয়েছে আগস্টের প্রথম সপ্তাহে। লম্বা ওই সফরে অশ্বিন, কোহলিকে ও রোহিত পাচ্ছে না টিম ইন্ডিয়া। অভিজ্ঞ বলতে এখন রবীন্দ্র জাদেজাই এগিয়ে রয়েছে। দলের অধিকাংশই সবাই তরুণ। অধিনায়ক শুভমান গিলের কথাই ধরা হোক, মাত্র ৩২টি টেস্ট খেলেছেন তিনি।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ৩-১ ব্যবধানে হেরেছিলো। তার আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হয়েছিলো হোয়াইটওয়াশ। ইংল্যান্ড সফরটি তাই ভারতের সামনে চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জে জিততে চান গৌতম গম্ভীর, সফরটিকে স্মরণীয় করে তুলতে চান তিনি।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন 

স্মরণীয় সফরের জন্য শিষ্যদের প্রতি সেশন, প্রতি ঘণ্টা, “প্রতি বলে বলে লড়ার কথা বলেছেন গম্ভীর। অনুশীলন সেশনে তিনি বলেছেন, “আমরা যদি ত্যাগ করি, “কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসি, “যদি প্রতিটি সেশন, “প্রতিটি ঘণ্টা ও প্রতিটি বলে বলে লড়ি, “তবে এটা স্মরণীয় সফর হবে বলে মনে করেন।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এ আপনাকে স্বাগতম।

গম্ভীর যোগ করেন, ‘দুভাবে ব্যাপারটাকে দেখা যায়। একটা হলো- সবচেয়ে অভিজ্ঞ তিন-জন ক্রিকেটার (অশ্বিন, কোহলি ও রোহিত) আমাদের সঙ্গে নেই। অর্থাৎ আমাদের সামনে দেশের জন্য দারুণ কিছু করার সুযোগ। যখন তোমাদের দেখি, ‘মনে হয় এই গ্রুপটার মধ্যে ক্ষুধা, প্যাশন ও দারুণ কিছু করার প্রতিশ্রুতি আছে।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *