ইনফোটুডে-২৪ পত্রিকা নিয়ে নতুন বার্তা দিলেন দিপা।

নিউজ ডেস্ক:
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইনফোটুডে টোয়েন্টিফোর পত্রিকা ঈদের পর থেকে বড় পরিসরে আনুষ্ঠানিক ভাবে সম্প্রচারের আসছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে নিউজ, টকশো, প্রোগ্রাম, লাইফ স্টাইল শো, অনুষ্ঠানের মাধ্যমে সকল বিষয় নিয়ে কাজ করবে। জানালেন ইনফোটুডে টোয়েন্টিফোর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সানজিদা হায়াত দীপা।

তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলার সকল পাঠকের কাছে সংবাদ পৌঁছাতে যোগ্য অভিজ্ঞ জনবলের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্থায়ীভাবে নিজস্ব মালিকানা ভবন থেকে সম্প্রচারের সকল কার্যক্রমের কাজ শুরু করেছেন। সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় পাঠকের কাছে সংবাদ পৌঁছাতে সকল প্রস্তুতি নিচ্ছেন ইনফোটুডে টোয়েন্টিফোর পত্রিকা।