মার্চ ১৯, ২০২৫

ইয়াশ রোহান-তটিনীর বউয়ের বিয়ে।

0
Design_20250311_212334_0000

 

রুহুল আমিন শিশির

বাংলা দেশে ছোট পর্দার নাটকের কতধরনের নাম হতে পারে তা নাটক দেখতে বসলে বোঝা যায়। তবে ভালো নামের নাটকও পাওয়া যায়। এবার ভিন্নধর্মী এক গল্পে দেখা যাবে ছোটপর্দার বর্তমান সময়ের সেরা জুটি ইয়াশ রোহান ও তটিনীকে। এই জুটিকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের একটি নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

প্রচলিত গল্পের বাহিরে গিয়ে নির্মিত হয়েছে আসন্ন রোজ ঈদকে সামনে রেখে। নাটকটিতে ইয়াশ ও তটিনীকে দেখা যাবে নাজিম ও হেনা চরিত্রে। তারা দুইজন পাশাপাশি বাড়িতে থাকে। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’। জানা গেছে, কামরুল ইসলামের সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে, এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এ নাটকে উঠে এসেছে মফস্সল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ ও প্রেমের গল্প।

ইনফোটুডে টোয়েন্টিফোর
ছবি সংগ্রহীত

 

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান গণমাধ্যমকে বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি। সঙ্গে আছে ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন।
ম‚লত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’ হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *