ইলিয়াস হোসাইন এর পোস্ট ঘিরে তোলপাড়

সংগ্রহীত। ছবি / ইলিয়াস হোসাইন
অনলাইন নিউজ ডেস্কঃ সাংবাদিক ইলিয়াস হোসাইন একাত্তর টেলিভিশনের ফারজনা রুপা-কে নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্ট কেন্দ্র করে চলছে আলোচনা সমালোচনা।

সাংবাদিক ফারজানা রুপার মা মা’রা গিয়েছে৷ তার মুখে আ’গুন দিয়ে লা’শ পু’ড়িয়ে ফেলার অনুরোধ থাকলো৷ নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসেন। নেটদুনিয়া বিষয়টি ছড়িয়ে পড়ার পরই চলছে নানান মন্তব্য ওই মন্তব্যে ইলিয়াস হোসাইন লিখেছেন।

করোনার সময় ৭১ টিভির টকশো করে রুপা বলেছিলো, মানুষের ম’রদেহ পু’ড়িয়ে ফেললে নাকি পরিবেশ ভালো থাকবে৷ পরিবেশের স্বার্থে তার মাকেও পো’ড়ানো হোক৷ আরেকটা জিনিস, বিভিন্ন গনমাধ্যমে ফারজানা রুপার প্যারোলে মুক্তির পর মায়ের সাথে সাক্ষাৎ এর মুহুর্তটিকে হৃদয় বিদারক হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে৷

এইসব টুরুলাভ বন্ধ করেন৷ আমার মাকে আমি শেষ দেখা দেখতেও যেতে পারিনি৷ আমার পাসপোর্ট পর্যন্ত দেয়া হয়নি৷ ৫ই মের গনহ’ত্যার পর ফারজানা রুপা সমীকরন নামে একটি অনুষ্ঠানে দেখিয়েছিলো ওই রাতে কেউ মা’রা যায়নি, মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি রঙ মেখে শুয়ে ছিলো! এভাবেই ওরা মানুষের জীবন নিয়ে তামাশা করেছিলো৷ ওদের কোন ক্ষমা নেই৷ নো জামিন৷