মার্চ ১৯, ২০২৫

ইসরাইলকে এবার ধ্বংস করার হুমকি দিলেন ইরান

0
গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান-ইসরাইল উত্তেজনা

শত্রু যতই শক্তিশালি হোক না কেন আমরা তাতে ইরান ভয় পায় না। ছবি / সংগ্রহীত

স্টাফ রিপোর্টার: রুহুল আমিন শিশির।

শত্রু যতই শক্তিশালি হোক না কেন আমরা তাতে ইরান ভয় পায় না। শক্রুদের যেকোনো হামলা প্রতিহতে ইরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। আমরা সঠিক সময়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলকে ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেছেন, তেহরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যেকোন হামলা মোকাবিলা করতে সক্ষম।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

ইরানের পরামাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে উত্তেজনার জেরে এরইমধ্যে নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। কারন গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান-ইসরাইল উত্তেজনা অনেকদিন ধরেই তুঙ্গে রয়েছে। সম্প্রতি, ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলার পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর এমন কথার জবাবে ইরান এবার ইসরাইলকে এক হাত নিল।

শত্রু যতই শক্তিশালি হোক না কেন আমরা তাতে ইরান ভয় পায় না।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা। ছবি / সংগ্রহীত

সময় হলেই ইসরাইলকে ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি। তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময়ে নির্ভুলভাবে ‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রেস টিভিতে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান।

ইসরাইলকে এবার ধ্বংস করার হুমকি দিলেন ইরান। ছবি / সংগ্রহীত

এরইমধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সেনাবাহিনী জোলফাঘর ওয়ান ফোর জিরো থ্রি নামে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। এদিকে, ইসরাইলে এফ-৩৫ যুদ্ধবিমানসহ সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধে উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ২৩০টির বেশি বেসরকারি সংগঠন। অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সংগঠনগুলো আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানানো হয়।

ইরানকে পরমাণু ইস্যুতে সম্মান দিলে এবং সংলাপের আহ্বান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোন কিছুর বিনিময়ে আলোচনা সম্ভব নয় বলেও সাফ জানান তিনি। আমেরিকাকে ইঙ্গিত করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ইরান কোনো ভয়, জবরদস্তির কাছে মাথা নত করে নাই এবং কোন দিন করবে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *