জুন ২২, ২০২৫

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ডিবির অভিযান, চার ছিনতাইকারী গ্রেফতার

0
নগরবাসীর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ডিবির অভিযান: চার পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

ইনফোটুডে২৪। ছবি ডিএমপি

 

স্টাফ রিপোর্টার।   পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার অংশ হিসেবে গুলিস্তান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে  চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাসুদ মিয়া (৩৫) ২। মোঃ নজরুল ইসলাম (৪০) ৩। আলামিন (২২) ও ৪। মোঃ সজল মিয়া (৩৩)।

 

বুধবার ৪-জুন সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, সম্মানিত মহানগরবাসীর নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *