একের পর এক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারনা-

একের পর এক বিয়ে করে নোয়াখালীতে চাঞ্চল্য সৃষ্টি করেছে হারুন অর রশিদ আরিফ নামে এক যুবক। নোয়াখালী জেলার বামনীয়া ইউনিয়নের আবদুল ওয়াদুদ মুন্সি বাড়ীর আলম মিয়ার নাতি ও আবুজাফর এবং জীবন আরা দম্পত্তির বড়ো ছেলে এই হারুন অর রশিদ আরিফ।স্থানীয়রা জানান আরিফ একের পর এক বিয়ে করে মেয়েদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পর কোনো কারণ ছাড়া তাদের অযথা তালাক দিয়ে দেয়,স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে আরিফ এই পর্যন্ত ছয়টির ও বেশি বিয়ে করেছে।আরিফের প্রথম সংসারে অর্ণব নামে এক পুত্র সন্তান আছে,দ্বিতীয় সংসারে জান্নাত নামে একটি কণ্যা সন্তান আছে এবং পঞ্চম সংসারে আবদুল্লাহ নামে এক পুত্র সন্তান আছে।অন্য সংসার গুলো তে কোনো সন্তান নেই।বর্তমানে আরিফ কোনো স্ত্রীর সাথে সংসারে আবদ্ধ নয়,কারণ সে এই ছয় জনকেই অযথা কোনো কারণ ছাড়াই তালাক দিয়েছে।স্থানীয়রা জানান শুধু একের পর এক বিয়ে নয় একাধিক পরকীয়ার সম্পর্কে সে আবদ্ধ। স্থানীয় রা আরো জানান আরিফ তার মায়ের চরিত্র পেয়েছে,কারণ তার বাবা দীর্ঘ বিশ বছর বিদেশ ছিলেন এবং তার আপন চাচার সাথে তার মায়ের পরকীয়ার সম্পর্ক ছিলো।স্থানীয় রা আরো জানান আরিফের মায়ের এই পরকীয়ার কারণেই সন্তান কে তিনি অনুশাসনের শৃংখলে আবদ্ধ রাখতে পারেন নি,ছোট বেলা থেকে মায়ের এই বেপরোয়া পরকীয়ার সম্পর্ক দেখতে দেখতে সে বড়ো হয়েছে।যার প্রভাব তার ব্যক্তি জীবনকে খারাপ ভাবে প্রভাবিত করেছে যার বহিঃপ্রকাশ একাধিক বিয়ে, লোভ এবং পরকীয়া।যার ভুক্তভোগী তার ওরশজাত সন্তানরা।