মার্চ ২৮, ২০২৫

কাভার্ডভ্যান নিয়ে ২২ কেজি গাঁজা সহ আটক দুই মাদক কারবারি।

0
গ্রেফতারকৃত মনিরুল ও মোশারফ। ছবি / ডিএমপি থেকে সংগ্রহীত

গ্রেফতারকৃত মনিরুল ও মোশারফ। ছবি / ডিএমপি থেকে সংগ্রহীত

ইনফোটুডে অনলাইন ডেস্ক:

রাজধানীর কদমতলী এলাকা ২২ কেজি গাঁজা দুই মাদক কারবারি সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে দশটায় রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগস্থ ঢাকা, সিলেট, চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান ও গাঁজাসহ মনিরুল ইসলাম মনির (৩২) ও মোশারফ (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানাধীন মাতুয়াইল এবং রায়েরবাগ বাসস্টেশনের মাঝামাঝি এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটায় টিমটি অবস্থান করেন।

 

এসময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান সহ ৬-টি প্যাকেটে রক্ষিত ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬-লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনার গ্রেফতারকৃত মনিরুল ও মোশারফসহ পলাতক অজ্ঞাতনামা ০৪/০৫ জনের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মনিরুল ও মোশারফ পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *