মার্চ ১৯, ২০২৫

খুঁজে পাওয়া বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ভাস্কর্যের কারণ।

0
Oplus_0

Oplus_0

মহানগর ডেস্ক:

রাজধানীতে এই দোয়েল পাখির চত্বর শাহবাগে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর অন্যতম একটি স্থান এটি। বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত এই পাখির ভার্স্কয। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা।

বাংলাদেশের জাতীয় পাখি
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। ছবি / সংগ্রহীত

এছাড়াও বাংলাদেশ ও ভারতের জনবসতির আশেপাশে দেখতে পাওয়া অনেক ছোট পাখিদের মধ্যে দোয়েল অন্যতম। অস্থির এই পাখিরা সর্বদা গাছের ডালে বা মাটিতে লাফিয়ে বেড়ায় খাবারের খোঁজে। গ্রামীণ অঞ্চলে খুব ভোরে এদের কলকাকলি শোনা যায়।দোয়েল গ্রামের সৌন্দর্য আরও অপরূপ করে তোলে।

শহরে যে ধরনের আলো দেয়া হচ্ছে, সেগুলো মানুষ ও পাখি, উভয়ের শরীরের পক্ষেই ক্ষতিকর। দিন দিন হারিয়েছে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।

অপরদিকে এই পাখিদের ওয়েটল্যান্ড ও নদী তীরবর্তী বাসস্থানের দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার কারণেও দোয়েল পাখির সংখ্যা কমে যাচ্ছে। রাসায়নিক পদার্থ অতিরিক্ত নির্গমন বিপজ্জনকভাবে কমিয়ে দিচ্ছে দোয়েলের সংখ্যা।

জাতীয় এই পাখির সৌন্দর্য মায়াবী কিচিমিচি ডাক আগের মতো না থাকলেও রয়েছে তার ভাস্কর্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *