মার্চ ২৮, ২০২৫

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কাফনের কাপড় পড়ে শুয়ে পরছেন সড়কে

0
ছবি / ইনফোটুডে

ছবি / ইনফোটুডে

ইনফোটুডে নিউজ ডেস্ক: 

সাবেক চাকরীচ্যুত বিডিআর সদস্যরা আজকে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে আসলে পুলিশ প্রথমে শিক্ষা ভবন চত্বরে ব্যারিকেড দিয়ে জলকামান নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তি

পরে তারা সচিবালয় দিকে মূল সড়ক দিয়ে রওনা দিলে তাদেরকে পুলিশ নামাতে সক্ষম হন খাদ্য অধিদপ্তরের সামনে। সেখানেই বসে পড়েন সাবেক এই চাকরীচ্যুত বিডিআর সদস্যরা। তারা চাকরি ফিরে পেতে ও চাকরি পুনর্বহালের দাবিতে আজ সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেন। সচিবালয় অভিমুখে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন তারা

 

ছবি / ইনফোটুডে

স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছেন পুরো এলাকা আজকে তারা গায়ে কাফনের কাপড় জড়িয়ে শুয়ে আছেন এই খাদ্য অধিদপ্তরের সামনের সড়কে। তারা বলছেন আমরা তো ২০০৯ সালে মারা গেছি আজ নতুন করে মারা যাওয়ার কিছুই নেই। যদি চাকরি ফিরে না পাই তাহলে আমাদের মৃত্যু হোক। আমরা এই মুখ নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না।সাবেক বিডিআর সদস্যরা বলছেন আমাদেরকে অন্যায় ভাবে চাকরীচ্যুত করা হয়েছে। আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। তারা আরো বলছেন, যদি কেউ বিডিআর সদস্যদের ভিতরে অপরাধ করে থাকে তাদের শাস্তি দেওয়া হোক এবং তাদের কে বিচার করা হোক আর যাদের কোন অপরাধ করে নাই তাদের চাকরি চলে গেছে তাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দিয়ে

ছবি / ইনফোটুডে

দেশ রক্ষার কাজে তাদের নিযুক্ত করার আহ্বান জানাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকার ও হাসনাত আবদুল্লাহ কথা বলছেন এই সাবেক যুক্ত বিডিআর সদস্যদের নিয়ে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *