জুন ২২, ২০২৫

চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ৪-জন আটক।

0
মগবাজার গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ৪-জন আটক।

ছবি/ ডিএমপি। ছিনতাইকারী ব্যক্তিগণ

স্টাফ রিপোর্টার। 

রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ জড়িত চার ছিনতাইকারীকে গ্রেফতার  করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

 

গ্রেফতারকৃতরা হলো-১। মো. শামিম (২৪) ২। মো. জীবন ওরফে হৃদয় (২৭) ৩। সোহেল রানা (৩৬) ও মকবুল হোসেন (২৫) ।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকালে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, নয় হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, একটি সুইচ গিয়ার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায় গত ১৯ মে, মগবাজারের গ্রিনওয়ে গলিতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে থানা পুলিশ ও ডিবি। এরই ধারাবাহিকতায় আজ ডিবি কর্তৃক উক্ত ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেল, হৃদয় ও শামীম সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিল আর মকবুল ছিনতাইয়ের মালামালের ক্রেতা।

 

ডিবি সূত্রে আরও জানা যায় গ্রেফতারকৃতরা  পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *