জুন ২২, ২০২৫

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

0
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ইনফোটুডে ২৪। ছবি / স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচি

‎এনামুল হক, “নারায়ণগঞ্জ প্রতিনিধি।  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৩ জুন মঙ্গলবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সামাজিক সংগঠন সাইনবোর্ড ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‎

 

এ সময় উপস্থিত ছিলেন, চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ান, সাধারণ-সম্পাদক মানিক ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক আয়ুব আলী, বিএনপির দপ্তর-সম্পাদক খালেদ হাসান রতন, ৪নং ওর্য়াড যুবদলের সভাপতি আমিনুল ইসলাম, হাসান মিয়া , রুবেল, ছাত্রদল নেতা রানা আহমেদ, নাইম, রাজু, ইউনিয়ন মহিলা দলের সাধারণ-সম্পাদক রাশিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক হেলেনাসহ আরও অনেকে।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ইনফোটুডে ২৪। ছবি / জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি।

‎সভাপতির বক্তব্যে শামীম মিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

 

বিএনপি একটি জনবান্ধন দল। এ দলের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে। বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে এই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে মাদক, জুয়া ও সন্ত্রাসের আখড়ায় পরিনত হয়েছিল। বর্তমানে চনপাড়ায় পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রূপে ফিরে এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আমরা চনপাড়ায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। রূপগঞ্জে গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে আছে। পরে শতাধিক বিভিন্ন ফলের, ঔষধি ও কাঠ গাছের চারা রোপণ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *