তজুমদ্দিনে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার শাকিল আহম্মেদ
এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আজ। ভোলার তজুমদ্দিন উপজেলা মোট চারটি কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করেছেন প্রায় এক হাজার নয় জন শিক্ষার্থী।

প্রতি বছরের ন্যায় এ বছরও পরীক্ষার সূচি অনুযায়ী (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে আগামী ৮ মে পর্যন্ত । সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে ১৮ মে এর মধ্যে শেষ হবে।
পরীক্ষা কেন্দ্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, অন্যান্য বছরে চেয়ে এ বছর সুস্থ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী সহ পরীক্ষা পরিচালনা বোর্ড সুন্দর সুস্থ পরীক্ষা নেওয়ার জন্য কঠোর অবস্থানে রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন শেষে বলেন সুস্থ এবং শুরু থেকে শেষ পর্যন্ত নকলমুক্ত পরীক্ষা হবে বলে মনে করেন। কোন ছাত্রছাত্রী অনিয়ম করলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । এ বছর শতভাগ নকলমুক্ত পরীক্ষা নেওয়া হচ্ছে।