ফেব্রুয়ারি ৮, ২০২৫
দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন
ছবি / ইনফোটুডে২৪.কম

বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয় গেল ডিসেম্বরেই, সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। তার মধ্যেই এবার দেশটির বুসানের একটি বিমানবন্দরে এয়ার বুসানের বিমানে আগুন লেগেছে।

বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। এর ফলে বাধ্য হয়ে সরিয়ে নিতে হয়েছে যাত্রী ও ক্রুদের।

স্থানীয় দমকল কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে বিমানটির লেজের কাছে আগুন লেগে যায়।

বুসান দমকল বিভাগ জানিয়েছে, ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং সেটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

তবে কীভাবে ওই বিমানে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

না দেখলে মিস করবেন