মার্চ ১৯, ২০২৫

দেশের বিভিন্ন স্থানে শিশু থেকে বৃদ্ধ ধর্ষণের শিকার।

0
oplus_0

oplus_0

 

স্টাফ রিপোর্টার।

দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ধর্ষণের শিকার নারীরা। তার সঠিক ব্যবস্থা গ্রহণ না করার কারণে দিনে দিনে তা ভয়ানক রূপ ধারণ করছে। এদিকে ধর্ষণকারীরা জঘন্যতম ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। যার ফলে নারী সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারীরা নিরাপত্তাহীনতা ভুগছেন। দেশের বিভিন্ন স্থানে শিশু, কিশোরী, যুববতীসহ বৃদ্ধা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৬ জন ধর্ষণের শিকার হচ্ছে। এমন ঘটনায় আতংকিত নারী সমাজ। বাসা বাড়িসহ কোথাও নিরাপদ না বলে অভিযোগ করেন আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা।

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
আন্দোলনকারী শিক্ষার্থী। ছবি / ইনফোটুডে

এমন অপরাধের বিচার সঠিক ভাবে না হওয়ার কারণে রাজধানীতে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতি অনেক খারাপের দিকে। যার কারনে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। প্রশাসন সঠিকভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হয় নারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী
বিক্ষোভকারী শিক্ষার্থী। ছবি / ইনফোটুডে

আজ দুপুর ২-টার সময় একটি বিক্ষোভ মিছিল নিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে, সচিবালয়ে উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়। সেখান থেকে শিক্ষা চত্বর আসলে পুলিশের বাধার মুখে পরেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় ঝরিয়ে পরেন। এক পর্যায়ে তার সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। সকল ধর্ষণকারী বিচারের দাবি জানিয়ে তারাস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান।

অবিলম্বে ধর্ষণকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করলে তারা ঢাকা শহরসহ সমস্ত দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিবেন বলে নারী বিক্ষোভকারীরা জানায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *