নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ইনফোটুডে-২৪। ছবি/ আলাপ আলোচনা /
এনামুল হক : নারায়ণগঞ্জ প্রতিনিধি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার ৩’শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৫৬ হাজার ৪’শত টাকা। উদ্ধৃত ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯’শত টাকা।

আজ বুধবার ২৮ মে দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় উক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, তপন কুমার ঘোষ, আক্তার হোসেন, নুর জাহান, শিল্পী আক্তার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বাজেট ঘোষণার পর পরই এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় ব্যক্তিবর্গরা সাফল্য মন্ডিত করতে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেন।