জুন ২২, ২০২৫

নিহত ওমর এর পরিবার’কে ‘কোস্ট ফাউন্ডেশনের’ অর্থসহায়তা প্রদান

0
মনপুরা নিহত ওমর এর পরিবার'কে 'কোস্ট ফাউন্ডেশনের' অর্থসহায়তা প্রদান

ইনফোটুডে২৪। ছবি / নিহত ওমর এর পরিবার'কে অর্থসহায়তা প্রদান

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি। ভোলা জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ঘুর্ণিঝড় শক্তির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনিরের ছেলে মোঃ ওমর (১০) বেড়ীবাঁধের বালির চাপায় মারা যায়।

 

বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন নিহত ওমরের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে।

 

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক এর মাধ্যমে মৃত ওমর এর পিতার হাতে নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়।এ সময় কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যাবস্থাপক হুমায়ুন কবীর ও মনপুরা সদর শাখার ব্যবস্থাপক মো : মনির হোসেন উপস্থিত ছিলেন ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *