এপ্রিল ২০, ২০২৫

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি। নোয়াখালী জার্নালিস্ট ফোরাম।

অনলাইন ডেস্কঃ 

 

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এনজেএফের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। মো. শাহাব উদ্দিন ও কবির আহমেদ ভূঁইয়া। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

এ-সময় রাজনৈতিক সংগঠনের নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন। নির্বাচিন দিতে বিলম্ব হলে ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, যা দেশ ও জাতির জন্য হুমকি বলে মন্তব্য করেন। বক্তারা আরও বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে আরও জোরালে ভূমিকা রাখবে এই ফোরামের সকল সদস্যরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *