প্রাচীন কালের অলৌকিক ক্ষমতার অধিকারী এইগাছ।

রহস্যময় শত বছরের পুরনো প্রাচীন কালের বটগাছ। ছবি/সংগ্রহীত
ভোলায় সন্ধান মিলেছে রহস্যময় শত বছরের পুরনো প্রাচীন কালের বটগাছ। তাদেরকে ঘিরে রয়েছে নানান কৌতহল অলৌকিক ক্ষমতার গুনজন।

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলায় যখন বিদ্যুৎ ছিল না, তখন মানুষের বিশ্রামের প্রধান জায়গা ছিল বটগাছ। প্রাচীন যুগ থেকে এই গাছ মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয়। এই গাছ কে নিয়ে রয়েছে বিভিন্ন গল্প। প্রতিটা মানুষের কাছে গল্প গাছটি ভূতের জন্য মহারাজ্য। হিন্দু সম্পদায় মানুষের কাছে রয়েছে দেবতার মতো। এক একটি গাছের বয়স ৩-শত থেকে ৫-শত বছর বলে ধারণা করছেন গাছের মালিকরা।

পূর্ব-পুরুষ থেকে এই গাছকে ঘিরে পূজো করে যাচ্ছেন। তাদের বিশ্বাস এই গাছে নাকি বৃক্ষদেবতার অধিষ্ঠান। যার জন্যই অলৌকিক ক্ষমতার অধিকারী। বিভিন্ন কারণে তাদের মনে বৃদ্ধি পেয়েছে। মানত করে পূজা করলে মনের আশা পুরন হয়। পূজো করার সময় তাদের ব্রমান্য পূজার মন্ত্র ভুল পড়লে, পরতে হয় ভয়ানক জটিলতার মাঝে। আসন থেকে উঠিয়ে নেওয়া হয় উপরের দিকে। বাস্তব জীবনে এমন ঘটনার কথাও শুনেছেন অনেকে। গাছ ও ডাল পালা শিকড় কাটার কেউ পরিকল্পনা করলে। রাতে স্বপ্নের মাধ্যমে নিষেধ করা হয়। তাই গাছটিকে কেন্দ্র করে, পূজার্চনাও লেগে থাকে।