ফজলুল হক দেওয়ানের জানাযায় হাজারো মানুষের ঢল।

ছবিঃ জানাযায় হাজারো মানুষের ঢল।
মো.ইলিয়াস সানি, তজুমদ্দিন প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব ফজলুল হক দেওয়ানের জানাজার নামাজে আজ বিকেল ৫:৩০ মিনিটে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণে শোকাবহ পরিবেশে সম্পন্ন হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। জীবনের বড় একটি সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে। জনপ্রিয় এই রাজনীতিবিদ শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টানা চারবার নির্বাচিত হন এবং পরবর্তীতে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন।

দেশের জন্য তার অবদান শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না—তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে রেখেছেন অসামান্য ভূমিকা।

জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক ও সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে ছিলো একই কথা—”তিনি ছিলেন সত্যিকার অর্থে জনমানুষের নেতা।”

জানাজার পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভোলা ৩ আসনের সাবেক স্থানীয় সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। আল্লাহ যেন এই মহতপ্রাণ মানুষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।