ভালোবাসার জন্য গোলাপ ফুল পছন্দের কারণ

ইনফোটুডে ডেস্কঃ
প্রতিটি মানুষের জীবন হলো একটা গোলাপ ফুলের মতো। যাতে কিছু কাটা থাকলেও তার সৌন্দর্যের একটুও কমতি করে না। সাজিয়ে গুছিয়ে নিতে হয় ভালোবাসার মানুষকে। রাখতে হয় গোলাপ ফুলের মত যত্ন করে। জীবনকে রাখতে হয় লাল গোলাপের মতো রাঙ্গিয়ে।
যেমন গোলাপ ফুলের পাপড়ি নরম, তেমনি ভালোবাসার অনুভূতি নরম ও মিষ্টি। প্রতিটি গোলাপের পাপড়িতে লুকানো থাকে একটি গল্প, একটি অনুভূতি। গোলাপের মতো হতে চায় প্রতি ভালোবাসা, সৌন্দর্য আর তীব্রতার মাঝে নিঃশর্তে ফুটে উঠার চেষ্টা। এই ফুল দেখতে যেমন সুন্দর, “ভালোবাসা তার থেকেও সুন্দর।
ফুল দেখলে মনে হয়, ভালোবাসা হলো মায়া যত্ন সম্মান অধিকার অতুলনীয় এক উপহার। প্রেমের ভাষা বুঝতে লাল গোলাপি যথেষ্ট। যেখানে মিশে আছে হৃদয়ের গভীরতার রঙ। একটি গোলাপ মনের হাজারো কথা বলে দেয়। গোলাপের রঙে রঙিন হয় ভালবাসার হৃদয়। হৃদয়ের গভীর অনুভূতি লাল গোলাপের মাধ্যমে প্রকাশ করা হয়।