ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ।

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন । সংগ্রহীত / ছবি
মহানগর ডেস্কঃ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মধ্য রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর শহীদ মিনার ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ ছাড়া এর আগে রাত ১১টা থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য