জুন ২২, ২০২৫

ভোলায় উপকূলীয় বাঁধ সময়মতো শেষ না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

0
ভোলার উপকূলীয় বেড়িবাঁধ

ছবি। ভোলার উপকূলীয় বেড়িবাঁধ

ইলিয়াস সানি, “তজুমদ্দিন-ভোলা।

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার রিং বাঁধ ভেঙে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান,“উপকূলীয় বেড়িবাঁধের নির্মাণ কাজ যথাসময়ে শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য ভোলার মানুষকে নিরাপদ রাখা।”

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

তিনি আরও বলেন,“বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তজুমদ্দিনের অনেক নিচু এলাকা ডুবে গেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সংস্কার কাজ করে বড় ধরনের ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হয়েছে।”

 

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সহায়তায় চাল, গো-খাদ্য ও শিশু খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন:উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাহাত হোসেনউপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম আসাদ। পানি উন্নয়ন বোর্ডের এসও তানভীর আহমেদ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।  স্থানীয়রা জানান, বাঁধ সংস্কারের কাজ যেন দ্রুত ও স্থায়ীভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *