মার্চ ১৯, ২০২৫

ভোলা জেলার সুরেশ্বরী দরবার শরীফ অনুসারীরা রোজা রাখলেন আজ।

0
Oplus_0

Oplus_0

 

স্টাফ রিপোর্টার: শাকিল আহম্মেদ।

প্রতি বছরের মত এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার ১ মার্চ থেকে রোজা রেখেছেন অন্তত প্রায় ৫ হাজার মানুষ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

ভোলা জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এর অনুসারীরা আজ থেকে রোজা রেখেছেন ।

আজ ভোলায় রোজা রাখলেন সুরেশ্বরী অনুসারীরা
ছবি/ সংগ্রহীত

সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এর অনুসারীরা সবচেয়ে বেশি মানুষ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামে। ভোলা জেলায় তাদের সংখ্যা প্রায় ৫ হাজার অনুসারী হলেও টবগী ইউনিয়নে রয়েছে প্রায় ৩ হাজার অনুসারী।

ভোলায় আজ রোজা রাখলেন সুরেশ্বরী অনুসারীরা
ছবি / সংগ্রহীত

সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ বোরহানউদ্দিন উপজেলার মুলাই পত্তন গ্রামে আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন জানান তাদের অনুসারীরা আজ থেকে প্রথম রোজা রেখেছেন । এইজন্য শুক্রবার তারা তাদের মসজিদে তারাবির নামাজ আদায় করছেন।

আজ রোজা রাখলেন সুরেশ্বরী অনুসারীরা
ছবি / সংগ্রহীত

উক্ত মসজিদের কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ রহিম জানান ভোলা জেলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন , দক্ষিণ আইচা,মনপুরা ও চরাঞ্চলের মানুষসহ উপজেলার ১০ থেকে ১২টি গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারীরা মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার। এছাড়াও তারা একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *