মার্চ ২৮, ২০২৫

মতিঝিল বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির তিন সদস্য গ্রেফতার

0
মতিঝিল বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির সদস্য গ্রেফতার

মতিঝিল বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির সদস্য গ্রেফতার। ছবি / ডিএমপি পুলিশ

মহানগর ডেস্কঃ

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১। তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), ২। রাজীব হোসেন রানা (৪২) ও ৩। ইব্রাহীম কে (৩৫)। গ্রেফতার করা হয়।

মতিঝিল বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির সদস্য গ্রেফতার
মতিঝিল বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির সদস্য গ্রেফতার । ছবি/ ডিএমপি পুলিশ

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল এজিবি কলোনীর বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগিনা তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি মতিঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৯ ফ্রেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে।

 

তাওহীদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নেই। আলামিন তালুকদার বিষয়টি আঁচ করতে পেরে তার ভাগিনা তাওহীদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে আজ ২১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় একটি চুরির মামলা রুজু করেন।

 

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পরপর এজিবি কলোনীর বাসা থেকে তাওহীদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালঙ্কার চুরি করে সেগুলো বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *