ভোলায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শহিদুল ইসলাম মনপুরা ভোলা।
ভোলা জেলার মনপুরা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আমিমুল ইহসান জসিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ এর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।
অতিথিদের বক্তব্য শেষে, ফেনীতে দূর্ঘটনায় নিহত ৩ পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।