এপ্রিল ২০, ২০২৫

মনপুরায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার।

0
IMG-20250316-WA0038

 

শহিদুল ইসলাম: মনপুরা-ভোলা।

 

ভোলার মনপুরায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় দিকে ভুক্তভোগী থানায় ৪ যুবকের বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নসু মাঝির ছেলে মো. শরীফ এবং ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা আবুদল বারেক হাওলাদারের ছেলে মো. আকবর আলী । অপর আসামিরা হলেন মোঃ রায়হান ও আল-আমিন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৪৫ এর দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাত্তার মিয়ার বাড়ির, নতুন বেড়ি বাঁধের পূর্বপাশে খেজুর গাছের নিচে ৪ যুবক সংঘবদ্ধ হয়ে এক নারীকে ধর্ষণ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুই আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অপর দুই আসামি পলাতক থাকায় পুলিশ ধরতে পারেনি।

 

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, এ ঘটনায় সকালে ওই তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে”।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *