মার্চ ১৯, ২০২৫

মাদক কারবারি রুবেল কে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

0
মাদক কারবারি রুবেল কে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মাদক কারবারি রুবেল। ছবি/ডিএমপি পুলিশ

স্টাফ রিপোর্টার

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের  ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রুমেল মিয়া তালুকদার (৩২)।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৬-টায় সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

 

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি সায়েদাবাদ করাতিটোলা এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে লালবাগ জোনাল টিমের একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে রুমেল মিয়াকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের সময় রুমেলের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ ঘটনায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুমেল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *