মার্চ ২৮, ২০২৫

মার্কিন সেরা অভিনয়ে একাডেমি অ্যাওয়ার্ড পেলেন ২ তারকা।

0
IMG-20250303-WA0006

 

স্টাফ রিপোর্টার: রুহুল আমিন শিশির।

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিশন। ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। ‘আনোরা’ সিনেমার গল্পে দেখা যায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন শন বেকার।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এই সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানা পোড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছে সিনেমাটি।

এবছরের সেরা অভিনেত্রী
সেরা অভিনেত্রী। ছবি / সংগ্রহীত

অন্যদিকে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে অস্কার পুরস্কার। সেখানেই দ্বিতীয়বার অস্কার উঠল ব্রডির হাতে। ব্রডি ২২ বছর আগে প্রথম বারের মতো একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এর আগে চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।

সেরা অভিনেতা ও অভিনেত্রী
সেরা অভিনেতা। ছবি/সংগ্রহীত

পুরস্কার গ্রহণ করে ব্রডি বলেন, ‘যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলোর প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি। আমি বিশ্বাস করি, ঘৃণা দিয়ে কিছু হয় না; অতীত আমাদের এ শিক্ষাই দেয়।’ এবারের অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ১০ ক্যাটাগরিতে। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগ। ‘দ্য ব্রুটালিস্ট’ আলোচনায় আসে গত বছরের ভেনিস উৎসবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জেতেন করবেট। পরে ২০ ডিসেম্বর মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *