জুন ২২, ২০২৫

সিটিটিসির অভিযানে ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার

0
রাজধানীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার

ইনফোটুডে ২৪। ছবি / গ্রেফতারকৃত নাসির খান জনি ও রিপন মিয়া

স্টাফ রিপোর্টারঃ      রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারি জনি-রবিন গ্রুপের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাসির খান জনি (২৫) ও মোঃ রিপন মিয়া (২৪)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শনিবার ৩১-মে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।

 

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাসির খান জনি এবং মোঃ রিপন মিয়া কে গ্রেফতার করে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। একই সঙ্গে তারা কিশোর গ্যাং পরিচালনা এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

বিজ্ঞাপন ইনফটুডে ২৪
বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নাসির খান জনি (২৫) মোহাম্মদপুর ও আদাবর থানার একাধিক মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *