মার্চ ১৯, ২০২৫

পুলিশ লাইন্স এ ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

0
ছবি / ইনফোটুডে

ইনফোটুডে ডেস্কঃ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে চলমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য, আজ সোমবার মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছিল। উক্ত প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের উপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই। আমরা জনগণের পুলিশ। তাই যেকোন জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।

ডিএমপি কমিশনার প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *