মার্চ ২৮, ২০২৫

রায়হান রাফি আর তমার বিয়ের গুঞ্জন কি তাহলে সত্যি

0
IMG-20250304-WA0009

 

স্টাফ রিপোর্টারঃ রুহুল আমিন শিশির।

জনপ্রিয় পরিচালক রায়হান রাফি আর অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন অনেক আগে থেকেই মিডিয়া পাড়ায় সবার মুখে মুখে। প্রেম করছেন এই তারকা জুটি, এমন খবরে সয়লাব শোবিজ অঙ্গন। তবে এবার প্রেমের খবর ছাপিয়ে গুঞ্জন পৌঁছাল বিয়ে পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি

শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন! সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে।

নিজের জীবনের গুরুত্বপ‚র্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন। যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।

প্রেমের গুঞ্জন থেকে বিয়ের পিরিতে
ছবি/সংগ্রহীত

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী। রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা।

এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *