এপ্রিল ২০, ২০২৫

রূপগঞ্জে ৩শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
রূপগঞ্জে ৩শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : এনামুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের অনুপ্রেরণায় ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩শত গরীব, অসহায় পরিবার এবং মাসাবো দারুল মাহারিফ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মধ্যে বস্ত্রসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

আজ শুক্রবার বিকেলে উপজেলার মাসাবো ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মাসাবো এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সুজন, হামিদুর রহমান হামিদ, আরিফ হোসেন ভান্ডারী,
আলমগীর মিয়া, আলামিন ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা।

রূপগঞ্জে ৩শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ছবি / ঈদ উপহার সামগ্রী বিতরণ।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে এতিম মাদ্রাসার ছাত্রদের জন্য ছিল বস্ত্র, এবং অসহায় হতদরিদ্র মানুষের জন্য ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, লবণ, আলু ও পিয়াজ।

 

এসময় নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারন, গরীব অসহায় মানুষ কোন সাহায্য সহায়তা পাইনি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে কোন রকম দিনযাপন করেছে। বিএনপি কোন অসুস্থ্য রাজনীতি করে না। এমনকি পছন্দও করেনা। এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে গরীব অসহায় প্রতিটি পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। পরে বেগম খালেদা সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *