এপ্রিল ২০, ২০২৫

রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম বহিষ্কার 

0
IMG-20250320-WA0051

 

এনামুল হক : স্টাফ রিপোর্টার.।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে  চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

 

গত ১৮ মার্চ মঙ্গলবার  রাতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও চনপাড়া ইউনিয়ন যুবদল নেতা শামিম মিয়ার দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে  চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ হাসিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *