মার্চ ১৯, ২০২৫

শরণার্থীশিবিরে-৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল।

0
পশ্চিম তীরের তুবাসের শরণার্থী শিবির। ছবি / সংগ্রহীত

পশ্চিম তীরের তুবাসের শরণার্থী শিবির। ছবি / সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম তীরের তুবাসের কাছে একটি শরণার্থী শিবিরে এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের তুবাসের কাছে আল-ফারা ক্যাম্পে। ইসরাইলি সামরিক বাহিনী তাদের বাড়িতে গুলি ও শেল নিক্ষেপ করার পর তিনজন নিহত হন।

 

প্রতিবেদনে আরও বলা হয়, “দখলদার বাহিনী সেখান থেকে সরে যাওয়ার পর অ্যাম্বুলেন্স কর্মীরা বাড়িটিতে প্রবেশ করে এবং ভেতরে মরদেহের অংশ এবং রক্তের চিহ্ন দেখতে পায়। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই তিন ব্যক্তি, ওয়ান্টেড, “সন্ত্রাসী ছিল সেই সন্ত্রাসীরা অস্ত্র বিক্রি করেছিল। এ-সময় আহমেদ নাবিল ও হাকাম মুহাম্মদ আল খতিব নামে আরও দুজনকে আটক করেন ইসরাইলি বাহিনী।

 

ইসরাইল গত এক সপ্তাহ পর্যন্ত পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অনেক ঘরবাড়ি ভেঙে দিয়েছে। বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ অবকাঠামোও ধ্বংস করেছে। এছাড়া গত ২১ জানুয়ারি পশ্চিম তীরের জেনিনে শুরু হওয়া ইসরাইলি অভিযানের কারণে কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।

 

দীর্ঘ বছর ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে যাচ্ছেন ইসরাইল। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের ভূমি দখল-কে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে আবারও নতুন করে হাজার হাজার অবৈধ বসতি নির্মাণ শুরু করেছেন ইসরাইল। পশ্চিম তীরে বর্তমানে আনুমানিক প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসতি রয়েছে। তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধের পর এখানে ইহুদিরা বসবাস শুরু করেন। বর্তমানে প্রায় ৫ লাখের বেশি অবৈধ ইহুদি বাস করছেন অঞ্চলটিতে।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *