ইনফোটুডে টোয়েন্টিফোর ডটকম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দীপা।

ইনফোটুডে-২৪ ডেস্ক:
জনপ্রিয় অনলাইন নিউজ পোটলা, কোটি মানুষের হৃদয়ের কথা বলে স্লোগান নিয়ে ডিজিটাল প্লাটফর্মে আসা ইনফোটুডে টোয়েন্টিফোর ডটকম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পেলেন সানজিদা হায়াত দীপা।

প্রথম সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন মোহাম্মদ খোকা। সংবাদমাধ্যমে পাঠকের হৃদয়ে যায়গা করে আরও একধাপ এগিয়ে নিতে খোকা নিজের সেচ্ছা সম্পাদকের দ্বায়িত্ব থেকে সরে গিয়ে সানজিদা হায়াত দীপাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব বুঝিয়ে দেন। প্রতিষ্ঠানটির সাপ্তাহিক মিটিংয়ের আলোচনার মাধ্যমে তাকে এই দ্বায়িত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, “প্রকাশক ও প্রধান সম্পাদক | মোহাম্মদ-খোকা। নির্বাহী সম্পাদক, “রুহুল আমিন শিশির। ব্যবস্থাপনা সম্পাদক, “শাকিল আহামেদ। উপ-সম্পাদক, “সানজিদা হায়াত দীপা। সহকারী সম্পাদক, “মোহাম্মদ আলী রাপা।

এসময় খোকা বলেন, জনপ্রিয় অনলাইন পত্রিকার মধ্যে ইনফোটুডে টোয়েন্টিফোর ডটকম থাকবে বাংলাদেশের সেরা পত্রিকা। সংক্ষিপ্ত ভাষায় বিস্তারিত ঘটানা তুলে ধরা হবে। পাঠাকের কথা চিন্তা করে সংবাদ প্রচার করার আহ্বান করেন।
সানজিদা হায়াত দীপা ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব গ্রহণ করার পর তার বক্তব্যে তিনি বলেন, “ইনফোটুডে টোয়েন্টিফোর ডটকম হবে বাংলাদেশের মধ্যে সেরা পত্রিকা। মার্চ মাসের ২০ তারিখে নিজস্ব ভবন থেকে সকল কার্যক্রম চলবে। স্থায়ীভাবে বর্তমান ঠিকানা জোছনার ছায়া ভবন, লাইন – ৫, রোড ১২, ব্লক – বি, সেকশন – ১১, মিরপুর ঢাকা – ১২১৬। ঈদের পর থেকে বড় পরিসরে আনুষ্ঠানিক ভাবে সকল কার্যক্রম শুরু হবে।
বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব সানজিদা হায়াত দীপাকে বুঝিয়ে দেওয়ার পর এখনও কোন দ্বায়িত্ব গ্রহণ করেনি খোকা।