ইসরাইলের পরিকল্পনা আগে থেকেই জানতেন, “ট্রাম্প’

ট্রাম্প। ছবি/সংগ্রহীত
ইনফোটুডে-২৪ নিউজ ডেস্কঃ ইরানে ইসরাইলি বাহিনীর হামলা সম্পর্কে ফক্স নিউজ এর সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরাইলের পরিকল্পনা সম্পর্কে আগের থেকে অবগত ছিলেন বলে জানিয়েছে ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, “মার্কিন সেনাবাহিনী এই অভিযানে কোনো ভূমিকা পালন করেনি।

এছাড়া ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ফক্স নিউজকে বলেন, “ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে-না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি।
এর আগে ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলাকে, একতরফা পদক্ষেপ, বলে অভিহিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি-ও। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে ওয়াশিংটন জড়িত নয়। একইসঙ্গে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা এই অঞ্চলে মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু না করে।