জুলাই ১৩, ২০২৫

গরমে অসুস্থতা বেড়েছে চিকিৎসকদের-পরামর্শ কী?

0
গরমে অসুস্থতা বেড়েছে চিকিৎসকদের-পরামর্শ

ছবি। সংগ্রহীত

ইনফোটুডে-২৪ ডেস্কঃ    তীব্র গরমে পুড়ছে সারা দেশ। গরমের তীব্রতায় সবচেয়ে লাজুক অবস্থায় পড়েছে ছোট শিশুরা। জ্বর, ঠান্ডা, এলার্জি-সহ বিভিন্ন রোগ। এই দিকে আক্রান্তের হার বেড়েছে কয়েকগুণ। পানিশূন্যতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে এ ধরণের সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন

তীব্র গরমে নাজেহাল, একদিকে জ্বর-কাশি, অন্যদিকে খোসপাঁচড়া জনিত রোগ স্ক্যাভিস নিয়ে ভুগছে অনেকে। বেশির ভাগ  চুলকানিসহ গরমে অনেক সমস্যা হচ্ছে।

 

অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

শিশুদের বাড়তি যত্নের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। ডা. মো. মেহেদী হাসান অমি জানান, গরম বেশি হওয়ার কারণে জ্বল-কাশিতে আক্রান্ত রোগী আগের চেয়ে বেশি আসছে। এ পরিস্থিতিতে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়াতে হবে। বাচ্চারা সাধারণত কম খায়। তাই কিছুক্ষণ পর পর পানিশূন্যতা দূর করার চেষ্টা করতে হবে।

 

আবহাওয়া অধিদফতর বলছেন, জলীয়বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে, যা কেটে যাবে কয়েক দিনের মধ্যেই। আগামী সোমবার (১৬ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে ২২ জুন পর্যন্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *