গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত

নগর ডেস্ক: ইনফোটুডে ২৪।
রাজধানীর গুলশান থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রাত ৯টা ৪০ মিনিটে গুলশান থানাধীন পুলিশ প্লাজার সামনে এ হামলা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন ওরফে টেলি সুমন (৩০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার সদর এলাকার মাহফুজুর রহমানের ছেলে। নিহত সুমন বর্তমানে মহাখালী টিভি গেট এলাকায় বসবাস করতেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা সুমনকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুলশান থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে প্রশাসন।