মার্চ ১৯, ২০২৫

চলছে আমরন অনশন সড়কে তারাবি নামাজ আদায়।

0
IMG-20250304-WA0000

 

স্টাফ রিপোর্টার।

দিন রাত চলছে দাবি নিয়ে আমরন অনশন। বিগত সরকারের সময় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে দাবি করে আছেন আউটসোর্সিং কর্মচারীরা। সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঠিকাদার প্রথা বাতিল চেয়ে দাবি করেন। সরকার পক্ষ থেকে কোন সুরাহা না পেয়ে আমরণ অনশনের ডাক দেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান করেন তারা, দিন রাত চলছে আমরন অনশনের কর্মসূচি এবং সড়কে পড়ছেন তারাবি নামাজ। এখন পর্যন্ত লিখিত কোন আশ্বাস দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। লিখিত আশ্বাস পেলে সবাই কর্মস্থলে ফিরবেন। দ্রুত সরকার তাদের দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করবেন এমনটাই প্রতাশ্যা আউটসোর্সিং কর্মচারীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *