জুলাই ১৩, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপি-র দুই নেতা।

0
যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন বিএনপি-র দুই নেতাসহ তিনজন।

ছবি। যৌথবাহিনীর হাতে আটক বিএনপি-র দুই নেতাসহ তিনজন।

নেত্রকোনা প্রতিনিধি।    নেত্রকোনার কেন্দুয়ায় যানবাহনে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন বিএনপি-র দুই নেতাসহ তিনজন।

 

আটক ব্যক্তিরা হলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫), কেন্দুয়া পৌরসভার শ্রমিকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫) ও মো গেদু মিয়া।

ইনফোটুডে-২৪
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২-জুন) ভোরে তাদেরকে কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসাসহ বিভিন্ন এলাকা থেকে আটক করেন। তাদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

জানা গেছে, “গোপন সংবাদের ভিত্তিতে মদন সেনা ক্যাম্পের, “ক্যাম্প কমান্ডার মো শাহরিয়ার আহমেদের নেতৃত্বে ভিডিও প্রমাণ দেখে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছেন।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এ আপনাকে স্বাগতম।

ক্যাম্প কমান্ডার জানান, একটি সিন্ডিকেট চক্র বানিয়ে তারা যানবাহন থেকে নিয়মিত প্রতিদিন চাঁদা আদায় করে আসছিল। পুলিশ, আনসারসহ একটি যৌথ অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তাদের মধ্যে গেদু মিয়া সাক্ষী হওয়ায় দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। গেদু মিয়াকে আনিছুরের সঙ্গে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। সে সব স্বীকার করে সাক্ষী দেয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়নি।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি আইনে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিকালের মধ্যে তাদেরকে নেত্রকোনা আদালত পাঠানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *