জুলাই ১৩, ২০২৫

চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন ড. ইউনূস।

0
চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

সংগ্রহীত/ছবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

স্টাফ রিপোর্টার।    বৃহস্পতিবার (১২-জুন) লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এর মধ্যে রয়েছে রাজা তৃতীয় চার্লস, “ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার এবং আন্তর্জাতিক করপোরেট নেতাদের সঙ্গে সাক্ষাৎ।

ইনফোটুডে-২৪ লিমিটেড কোম্পানি
বিজ্ঞাপন

বাংলাদেশ সময়-অনুযায়ী বিকেল ৪-টা ২০-মিনিট থেকে ৪-টা ৫০-মিনিট পর্যন্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন। রাজপ্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, “সামাজিক উদ্যোগ ও নেতৃত্ব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এ আপনাকে স্বাগতম।

এর পর সন্ধ্যা সাড়ে ৬-টা থেকে রাত ৮-টা পর্যন্ত লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজা তৃতীয় চার্লস নিজ হাতে ড. ইউনূসকে সম্মাননা প্রদান করবেন। রাত সাড়ে ৮-টা থেকে ৯-টা পর্যন্ত ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক করেন।

সারাদেশে লোক নিবে ইনফোটুডে ২৪
নিয়োগ বিজ্ঞপ্তি ইনফোটুডে-২৪।

রাত সাড়ে ৯-টা থেকে সাড়ে ১০-টা পর্যন্ত লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস। আর রাত ১১-টা ২৫-মিনিট থেকে রাত পৌনে ১২-টা পর্যন্ত ইউপিএল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও জয় শ্রফের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৃষিখাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। তবে এ ছাড়াও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও আই টিভিকে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *