মার্চ ১৯, ২০২৫

চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

0
চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। ছবি/ ইনফোটুডে

 

হাসনাইন, তজুমদ্দিন-ভোলা।

গতকাল শেষ রাতের দিকে সোনাপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ীর দরজায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মোঃ নয়ন (২৬) তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দী গ্রামের বাসিন্দা। আমির হোসেন (২৭) বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান ভোর রাতে ভূঁইয়া বাড়িতে একদল চোর গরু চুরি করতে গেলে ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার দেন।এই সময় গ্রামবাসী জরো হয়ে চোরদেরকে ধাওয়া করেন। অনেক খোঁজাখুজির পর একপর্যায়ে জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়,এতে দুই যুবকের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান ভোর রাতে ভূঁইয়া বাড়িতে একদল চোর গরু চুরি করতে গেলে ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার দেন।এই সময় গ্রামবাসী জরো হয়ে চোরদেরকে ধাওয়া করেন।
ছবি / ইনফোটুডে

বিষয়টি নিশ্চিত করেন তজুমদ্দিন থানার (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ২ যুবককে উদ্ধার করে। পরে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *