চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান আর নেই।

ছবিঃ সংগ্রহীত
মো.ইলিয়াস সানি,তজুমদ্দিন প্রতিনিধি।
তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান, ও আওয়ামী লীগ নেতা ফজলুল হক দেওয়ান আর নেই। গতকাল রাত১১.৩০এর সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাহার মৃত্যুতে তজুমদ্দিন বাসি শোকাহত। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বছর।
বিজ্ঞাপনদীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভুগেছিলেন । তাঁর মৃত্যুতে তজুমদ্দিনবাসী হারালো একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সৎ জনপ্রতিনিধিকে। ফজলুল হক দেওয়ান চার চারবার সম্ভুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে সফলভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি দুইবার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে তিনি তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জনসেবার প্রতি তাঁর অঙ্গীকার, সততা ও নিরলস পরিশ্রমের কারণে তিনি সর্বমহলে ছিলেন শ্রদ্ধেয় ও প্রিয়। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি ও জনস্বাস্থ্য খাতে তাঁর অবদান তজুমদ্দিনবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বিজ্ঞাপনপারিবারিক সূত্রে জানা যায়, তাহার জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানান। সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ানের মৃত্যুতে তাহার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন তজুমদ্দিনবাসী ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।