মার্চ ২৩, ২০২৫

চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে বাধা নেই: আপিল বিভাগ

0
IMG-20250224-WA0013

 

মহানগর ডেস্ক:

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ‘চ্যানেল ওয়ান’ বন্ধ করে দেয়া নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করেন হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে, দায়ের করা আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হয় ১৬ ফেব্রুয়ারি। শুনানির তারিখ ঠিক করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওইদিন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হওয়ার কথা ছিলো।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে আসতে বাধা নেই
চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে আসতে বাধা নেই। ছবি সংগ্রহীত

ওইদিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় সহ ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)। এছাড়া আদালতে চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক ছিলেন।

ওই সময় চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ গণমাধ্যমকে জানান, আপিল বিভাগের চেম্বার জজ আদালত চ্যানেল ওয়ানের আপিল আবেদন পূর্ণাঙ্গ এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। দেশের অন্যতম জনপ্রিয় ‘চ্যানেল ওয়ান’ পুরো উদ্যমে সম্প্রচারের ফেরার সম্ভাবনা শতভাগ।

 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করা হয়। সেই সময় থেকে চ্যানেলটির সম্প্রচার এখনো বন্ধ রয়েছে। আইনি ভাবে এখন চ্যানেল পুনরায় সম্প্রচার করার অনুমতি পেয়েছে।

 

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *