মার্চ ২৩, ২০২৫

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
IMG-20250226-WA0035

স্টাফ রিপোর্টার: রুহুল আমিন শিশির

কথায় আছে বিনোদন দুনিয়ার মানুষকে যেন কেউ বিশ্বাস করতে চায় না। কারন বিনোদন দুনিয়ার মানুষরা নাকি ভালো হয় না। আর নাটক বা সিনেমার প্রযোজক দের নিয়ে তো গুঞ্জনের শেষ নাই। এবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত রোববার (২৩ ফেব্রæয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন ‘পাপ’ ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

আবদুল আজিজের বিরুদ্ধে গেস্খফতারি পরোয়ানা জারি কৃত মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রæয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন। কিন্তু মুনকে তার টাকা ফেরত দেন নি।

মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে জানান, আমার টাকা ফেরত দেননি, উল্টো বিভিন্ন প্রযোজককে তিনি বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *